চুয়াডাঙ্গায় রেললাইনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

চুয়াডাঙ্গায় রেললাইনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ধারণা করা হচ্ছে, ট্রেনে কেটে হয়ত তার মৃত্যু হয়েছে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির (জিআরপি) উপ-পরিদর্শক জগদীশ বসু।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল থেকেই অজ্ঞাত ওই ব্যক্তি রেললাইনের আশপাশে ঘোরাফেরা করছিল। দুপুর ১টার দিকে রেললাইনের পাশে তার মাথাবিহীন মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কেটে তার মৃত্যু হয়েছে। তিনি হয়ত কোনো কারণে বাড়ি থেকে রাগ করে আত্মহত্যা করতে পারেন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে এসেছি। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। আমরা ঝিনাইদহ পিবিআই পুলিশকে খবর দিয়েছি। তারা এসে মৃতের পরিচয় শনাক্তে কাজ করবে।

 

আরও পড়ুন:

Leave a Comment