৪ বারসহ আটক সোনা নিয়ে দ্বন্দ্বে আহত ৩ পাচারকারী

৪ বারসহ আটক সোনা নিয়ে দ্বন্দ্বে আহত ৩ পাচারকারী,চুয়াডাঙ্গার জীবননগর-উপজেলায় সোনা নিয়ে দ্বন্দ্বে তিন পাচারকারী আহত হয়েছে। চার সোনার বারসহ রক্তাক্ত অবস্থায় তাদের আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

৪ বারসহ আটক সোনা নিয়ে দ্বন্দ্বে আহত ৩ পাচারকারী

 

৪ বারসহ আটক সোনা নিয়ে দ্বন্দ্বে আহত ৩ পাচারকারী

শুক্রবার রাতে উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের ঘুঘরোগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

আটক তিনজন হলেন- জীবননগর-উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়ানের ঘুঘরোগাছি গ্রামের হাসেম খানের ছেলে আছির উদ্দিন মাস্টার, একই গ্রামের মৃত আব্দুল কাদের খানের ছেলে মাজাহার খান পল্টু ও রায়পুর বারান্দি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে শাহাবুদ্দিন খান (৪০)।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

দামুড়হুদা-জীবননগর সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা বলেন, সোনা নিয়ে দ্বন্দ্বে নিজের মধ্য কোপাকুপির ঘটনা ঘটে। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল রক্তাক্ত অবস্থায় তিনজনকে আটক করে। তাদের প্রথমে জীবননগর-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত আছির উদ্দিন মাস্টার ও মাজাহার খান পল্টুকে পুলিশ উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। দুজনই সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

তিনি বলেন, পাচারকারীদের কাছ থেকে উদ্ধার হওয়া চার সোনার বার জব্দ করা হয়। যার ওজন ১ কেজি ৮০০ গ্রাম। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

 

৪ বারসহ আটক সোনা নিয়ে দ্বন্দ্বে আহত ৩ পাচারকারী

আরও পড়ুন:

১ thought on “৪ বারসহ আটক সোনা নিয়ে দ্বন্দ্বে আহত ৩ পাচারকারী”

Leave a Comment