বাসাবাড়ির আবর্জনা সংগ্রহ করবে ভ্যান পৌরসভার নতুন উদ্যোগ

বাসাবাড়ির আবর্জনা সংগ্রহ করবে ভ্যান পৌরসভার নতুন-উদ্যোগ,চুয়াডাঙ্গা পৌরসভার ৩ ও ৯ নম্বর ওয়ার্ডের বাসাবাড়ির উচ্ছিষ্ট আবর্জনা-সংগ্রহের জন্য ভ্যান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এসব ভ্যানের মাধ্যমে মাসে ৫০ টাকায় সপ্তাহে ছয়দিন ময়লা-আর্বজনা সংগ্রহ করা হবে।

 

বাসাবাড়ির আবর্জনা সংগ্রহ করবে ভ্যান পৌরসভার নতুন উদ্যোগ

 

বাসাবাড়ির আবর্জনা সংগ্রহ করবে ভ্যান পৌরসভার নতুন উদ্যোগ

রোববার  বেলা ১১টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে চুয়াডাঙ্গায় আজ স্মার্ট সেবা চালু করা হলো। ধীরে ধীরে প্রত্যেকটি ওয়ার্ডে এটি চালু হবে। জেলার সব পৌরসভা ও প্রতিষ্ঠানে এটি বাস্তবায়ন হবে। এর মাধ্যমেই আমরা একটি পরিচ্ছন্ন, পরিষ্কার ও চমৎকার চুয়াডাঙ্গা উপহার দেবো।

চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. একেএম সাইফুর রশিদ। অনুষ্ঠান পরিচালনা করেন চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ইসলাম রাকিব।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মহলদার ইমরান, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চুয়াডাঙ্গা-পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, পাইলট প্রকল্প হিসেবে চুয়াডাঙ্গা-পৌরসভার দুটি ওয়ার্ডে এ কার্যক্রমের উদ্বোধন করছি। মাসে ৫০ টাকায় সপ্তাহে ছয়দিন ময়লা আবর্জনা-সংগ্রহ করা হবে। সেই ময়লা চুয়াডাঙ্গা-পৌরসভার ডাম্পিং স্টেশনে নেওয়া হবে। আমরা চমৎকার চুয়াডাঙ্গার প্রত্যাশায় আছি।

এসময় চুয়াডাঙ্গা-পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

বাসাবাড়ির আবর্জনা সংগ্রহ করবে ভ্যান পৌরসভার নতুন উদ্যোগ

 

১ thought on “বাসাবাড়ির আবর্জনা সংগ্রহ করবে ভ্যান পৌরসভার নতুন উদ্যোগ”

Leave a Comment