আলমসাধু উল্টে চালক নিহত চুয়াডাঙ্গায়

আলমসাধু উল্টে চালক নিহত,চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধু (শ্যালো ইঞ্জিনচালিত-ছোট গাড়ি) উল্টে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

 

আলমসাধু উল্টে চালক নিহত চুয়াডাঙ্গায়

 

আলমসাধু উল্টে চালক নিহত চুয়াডাঙ্গায়

শুক্রবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার জাফরপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নাজমুল হক। তিনি আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আহত রিপন জোয়ার্দার একই গ্রামের রেজাউল জোয়ার্দারের ছেলে। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিঙ্গেদহ এলাকায় ভুট্টা বিক্রি করে আলমসাধুযোগে বাড়ি ফিরছিলেন কৃষক রিপন জোয়ার্দার। আলমসাধুটি জাফরপুর মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ-হারিয়ে উল্টে যায়। এতে আলমসাধুর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন চালক নাজমুল হক। গুরুতর আহত হন কৃষক রিপর জোয়ার্দার। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক  জানান, আহত রিপন জোয়ার্দার আশঙ্কামুক্ত নন। তার বাম হাত ভেঙে গেছে। আপাতত তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জানান, এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

 

আলমসাধু উল্টে চালক নিহত চুয়াডাঙ্গায়

 

আরো পড়ুন :

২ thoughts on “আলমসাধু উল্টে চালক নিহত চুয়াডাঙ্গায়”

Leave a Comment