ঘন কুয়াশার চাদরে মোড়া চুয়াডাঙ্গার আকাশ

ঘন কুয়াশার চাদরে মোড়া – ভোর থেকেই চুয়াডাঙ্গার আকাশ ঘন কুয়াশার চাদরে মোড়া। গুড়গুড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। সড়কের যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে।

 

ঘন কুয়াশার চাদরে মোড়া চুয়াডাঙ্গার আকাশ

 

রোববার (৩ নভেম্বর) ভোর থেকে আকাশ কুয়াশাচ্ছন্ন হয়ে যায়। সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আলতাফ হোসেন জানান, ভোর থেকে আকাশ কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে। ঘন কুয়াশার কারণে গুড়িগুড়ি বৃষ্টির মত কুয়াশা ঝরতে থাকে। আকাশ রাতে কিছুটা মেঘলা থাকার কারণে ভোর থেকে এ কুয়াশা পড়ছে।

 

 

রোববার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে গিয়েছে। এদিকে, হঠাৎ ঘন কুয়াশার কারণে শীত অনুভূত হচ্ছে। নভেম্বরের শুরুতেই চুয়াডাঙ্গার আকাশ কুয়াশাচ্ছন্ন হয়ে পড়েছে। ফলে সড়কে মানুষের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আরও পড়ুন:

Leave a Comment