আমাদের আজকের আলোচনার বিষয় চুয়াডাঙ্গা জেলার আবাসন, চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে খুলনা বিভাগের অন্তর্গত ।
চুয়াডাঙ্গা জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-
চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ১৮৫৯ খ্রিষ্টাব্দে চুয়াডাঙ্গার দর্শনায় বাংলাদেশের প্রথম রেলপথ স্থাপিত হয়। ১৯৭১ সালের ২৬শে মার্চে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমান্ড গঠিত হয়েছিল। বাংলাদেশের প্রথম ডাকঘর চুয়াডাঙ্গা ডাকঘর চুয়াডাঙ্গায় স্থাপিত হয়। দেশের সর্ববৃহৎ চিনিকল কেরু এন্ড কোম্পানি চুয়াডাঙ্গাতে স্থাপিত হয় ১৯৩৮ সালে। চুয়াডাঙ্গা বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত ও দারিদ্র্য মুক্ত জেলা একই সাথে চুয়াডাঙ্গা বাংলাদেশের সবচেয়ে শান্তিপূর্ণ এবং সুখী জেলা।

চুয়াডাঙ্গা জেলার আবাসন:-
| ক্রমিক | নাম | পরিচালনাকারী/মালিকের নাম | হোটেল/মোটেল/রেস্তোরাঁ/রেস্ট হাউজ/গেস্ট হাউজ/ডাকবাংলো ইত্যাদির ঠিকানা | মোবাইল নং | |
| হোটেল ও আবাসনের ধরণঃ | |||||
| ১ | সানড্রিয়ান হোটেল এন্ড রেস্টুরেন্ট | মো: শওকত হোসেন | রূপসা সিনেমা হল পাড়া চুয়াডাঙ্গা | ০১৯১৯৯৭০৩৫৫ | |
| ২ | হোটেল অবকাশ (আবাসিক) | প্রোঃ আবু মোতালেব জেয়ার্দার | শহীদ আবুল কাশেম সড়ক চুয়াডাঙ্গা। ফোন: ০৭৬১-৬২২৮৮ | ০১৭১৬৯৩৬২০১ | |
| ৩ | হোটেল সোনার বাংলা | মো: শহিদুল হক | দর্শনা রেল বাজার চুয়াডাঙ্গা | ০১৭১৪৮১২৫২৭ | |
| ৪ | হোটেল সুরমা | আব্দুল খালেক | দর্শনা রেল বাজার চুয়াডাঙ্গা | ০১৭১১৯৩৯৬৯৭ | |
| ৫ | হোটেল আল-আমীন | আব্দুল মতিন ভুইঁয়া | দর্শনা রেল বাজার চুয়াডাঙ্গা | ০১৭১৫৪৯৯৬৭০ | |
| ৬ | হোটেল আল-মেরাজ | হারুন-উর-রশিদ | মুক্তিপাড়া চুয়াডাঙ্গা | ০১৭২১৬৫৬৪৪৯ | |
| ৭ | অন্তুরাজ আবাসিক হোটেল | সিদ্দিক জামান নান্টু | রেল স্টেশনের পশ্চিম দিকে চুয়াডাঙ্গা | ০৭৬১৬২৭০২ | |
| ৮ | প্রিন্স আবাসিক হোটেল | মোছা; জিন্নাতুননেছা | ফেরীঘাট রোড চুয়াডাঙ্গা | ০৭৬১৬২৩৭৮ | |
| ৯ | হোটেল সালাউদ্দিন | মো: হামিদুল হক | দর্শনা রেল বাজার চুয়াডাঙ্গা | — | |
| ১০ | হোটেল অবসর | মোছা; সাহারজান খাতুন | শহীদ আবুল কাসেম সড়ক চুয়াডাঙ্গা | ০৭৬১৬২৪০৫ | |
| ১১ | শয়ন বিলাস আবাসিক হোটেল | এ এন এম আরিফ এন্ড ব্রাদার্স | শহীদ আবুল কাসেম সড়ক চুয়াডাঙ্গা | ০৭৬১৬৩৭৭৮ | |
| ১২ | খান আবাসিক হোটেল | মো: আনিছুজ্জামান খাঁন | খান সুপার মার্কেট জীবননগর চুয়াডাঙ্গা | ০১৭১৮৬৬১৫১৩ | |
| ১৩ | মিজান আবাসিক হোটেল | মো: ইব্রাহিম প্রামানিক | আলমডাঙ্গা চুযাডাঙ্গা | ০১৭১১৪৪৩০৮১ | |
| হোটেল ও আবাসনের ধরণঃ বেসরকারী | |||||
| ১ | হোটেল অবকাশ (আবাসিক) | প্রোঃ আবু মোতালেব জেয়ার্দার | শহীদ আবুল কাশেম সড়ক চুয়াডাঙ্গা। ফোন: ০৭৬১-৬২২৮৮ | ০৭৬১-৬২২৮৮ | |
| ২ | হোটেল আল মেরাজ (আবাসিক) | প্রোঃ মোঃ হারুন-উর-রশিদ | মুক্তিপাড়া, কোট রোড, চুয়াডাঙ্গা ফোন: ০৭৬১-৬২৩৮৩ | ০৭৬১-৬২৩৮৩ | |
| ৩ | অন্তুরাজ আবাসিক হোটেল | প্রোঃ সিদ্দিক জামান নান্টু | স্টেশন রোড, চুয়াডাঙ্গা ফোন: ০৭৬১-৬২৭০২ | ০৭৬১-৬২৭০২ | |

চুয়াডাঙ্গা জেলার আয়তন ১১৭০.৮৭ বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে চুয়াডাঙ্গা বাংলাদেশের ৫৪তম জেলা। চুয়াডাঙ্গা জেলার উত্তর-পূর্বদিকে কুষ্টিয়া জেলা, উত্তর-পশ্চিমে মেহেরপুর জেলা, দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে, ঝিনাইদহ জেলা, দক্ষিণে যশোর জেলা, এবং পশ্চিমে ভারতের নদিয়া জেলা অবস্থিত। জেলার মূল শহর চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা নদীর তীরে অবস্থিত।

২০১১ সনের আদম শুমারি অনুযায়ী চুয়াডাঙ্গা জেলার জনসংখ্যা ১১,২৯,০১৫ জন, যার মধ্যে ৫,৬৪,৮১৯ জন পুরুষ ও ৫,৬৪,১৯৬জন মহিলা। জনসংখ্যার ১১,০০,৩৩০ জন মুসলিম, ২৬,৫১৪ হিন্দু, ১৫,৯৩ জন খ্রিষ্টান, ২২ জন বৌদ্ধ ও ৫৫৬ জন অন্যান্য ধর্মাবলম্বী।
আরও পড়ূনঃ
১ thought on “চুয়াডাঙ্গা জেলার আবাসন”