আমাদের আজকের আলোচনার বিষয় চুয়াডাঙ্গা জেলার উপজেলা, চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে খুলনা বিভাগের অন্তর্গত ।
চুয়াডাঙ্গা জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-
চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ১৮৫৯ খ্রিষ্টাব্দে চুয়াডাঙ্গার দর্শনায় বাংলাদেশের প্রথম রেলপথ স্থাপিত হয়। ১৯৭১ সালের ২৬শে মার্চে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমান্ড গঠিত হয়েছিল। বাংলাদেশের প্রথম ডাকঘর চুয়াডাঙ্গা ডাকঘর চুয়াডাঙ্গায় স্থাপিত হয়। দেশের সর্ববৃহৎ চিনিকল কেরু এন্ড কোম্পানি চুয়াডাঙ্গাতে স্থাপিত হয় ১৯৩৮ সালে। চুয়াডাঙ্গা বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত ও দারিদ্র্য মুক্ত জেলা একই সাথে চুয়াডাঙ্গা বাংলাদেশের সবচেয়ে শান্তিপূর্ণ এবং সুখী জেলা।

চুয়াডাঙ্গা জেলার উপজেলা:-
চুয়াডাঙ্গা জেলা ৪টি উপজেলায় বিভক্ত নিম্নে সেগুলোর নাম দেয়া হলোঃ
আলমডাঙ্গা
আলমডাঙ্গা উপজেলা বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার একটি প্রশাসনিক এলাকা । ৩৬৫ বর্গ কিলোমিটার আয়তনের আলমডাঙ্গা-উপজেলাটি খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার অন্তর্ভুক্ত। আলমডাঙ্গা-উপজেলা ২৩°৩৭’ উত্তর অক্ষাংশ থেকে ২৩°৫০’ উত্তর অক্ষাংশ এবং ৮৮°৪৭’ পূর্ব দ্রাঘিমা থেকে ৮৯°০০’ পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত। এর উত্তর পার্শ্বে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা ও মেহেরপুর জেলার গাংনী উপজেলা, দক্ষিণে চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা-উপজেলা, পূর্বে কুষ্টিয়া সদর উপজেলা ও ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলা, পশ্চিমে দামুড়হুদা উপজেলা ও মেহেরপুর জেলার গাংনী উপজেলা।

চুয়াডাঙ্গা সদর
চুয়াডাঙ্গা সদর উপজেলা বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার একটি প্রশাসনিক এলাকা। চুয়াডাঙ্গা সদর উপজেলাটি খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার অন্তর্ভুক্ত; যা ভৌগোলিকভাবে ২৩°.২২′ থেকে ২৩°.৫০′ উত্তর অক্ষাংশের অন্তর্ভুক্ত। ২৯৯ বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলাটির উত্তরে আলমডাঙ্গা-উপজেলা, দক্ষিণে জীবননগর-উপজেলা, পূর্বে ঝিনাইদহ জেলার ঝিনাইদহ সদর উপজেলা, কোটচাঁদপুর উপজেলা ও হরিণাকুণ্ডু উপজেলা, পশ্চিমে দামুড়হুদা-উপজেলা ও ভারতের পশ্চিমবঙ্গ।
জীবননগর
জীবননগর উপজেলা বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার একটি প্রশাসনিক এলাকা। জীবননগর উপজেলাটি খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার অন্তর্ভুক্ত। ২৩°২২´ থেকে ২৩°৩১´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°৪৫´ থেকে ৮৮°৫৭´ পূর্ব দ্রাঘিমাংশতে এটি অবস্থিত। এর উত্তরে চুয়াডাঙ্গা সদর উপজেলা, পূর্বে কোটচাঁদপুর উপজেলা, দক্ষিণে মহেশপুর উপজেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। ভৌগোলিকভাবে কর্কটক্রান্তিরেখা সর্বপ্রথম জীবননগর-উপজেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে৷

দামুড়হুদা
দামুড়হুদা উপজেলা বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার একটি প্রশাসনিক এলাকা। ৩০৮.১১ বর্গ কিলোমিটার আয়তনের দামুড়হুদা-উপজেলাটি খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার অন্তর্ভুক্ত। এই উপজেলার উত্তরে মেহেরপুর সদর উপজেলা ও আলমডাঙ্গা-উপজেলা এবং দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে চুয়াডাঙ্গা সদর উপজেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ ও মেহেরপুর সদর উপজেলা।
আরও পড়ুূনঃ
1 thought on “চুয়াডাঙ্গা জেলার উপজেলা”