চুয়াডাঙ্গা জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ

আমাদের আজকের আলোচনার বিষয় চুয়াডাঙ্গা জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ, চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে খুলনা বিভাগের অন্তর্গত ।

চুয়াডাঙ্গা জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ১৮৫৯ খ্রিষ্টাব্দে চুয়াডাঙ্গার দর্শনায় বাংলাদেশের প্রথম রেলপথ স্থাপিত হয়। ১৯৭১ সালের ২৬শে মার্চে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমান্ড গঠিত হয়েছিল। বাংলাদেশের প্রথম ডাকঘর চুয়াডাঙ্গা ডাকঘর চুয়াডাঙ্গায় স্থাপিত হয়। দেশের সর্ববৃহৎ চিনিকল কেরু এন্ড কোম্পানি চুয়াডাঙ্গাতে স্থাপিত হয় ১৯৩৮ সালে। চুয়াডাঙ্গা বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত ও দারিদ্র্য মুক্ত জেলা একই সাথে চুয়াডাঙ্গা বাংলাদেশের সবচেয়ে শান্তিপূর্ণ এবং সুখী জেলা।

 

চুয়াডাঙ্গা জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ

 

চুয়াডাঙ্গা জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ:

চেয়ারম্যান হিসাবে(স্বাধীনতা পরবর্তীযারা সেবা করার সুযোগপেয়েছেন

ক্রঃ নং

নাম

কায্যভারগ্রহণ/ কায্যভার অপণ

জনাব বাবু রঞ্জিত কুমার বিশ্বাস

১৯৬১/১৯৬৫

মোঃ শাফায়েতুল ইসলাম

৫-৯-৬৫/৩০-৪-৭১

মুন্সী নুরুল ইসলাম

৩০-৪-৭১/২০-২-৭৭

মোঃ সিরাজুল ইসলাম (বাদল)

২০-২-৭৭/৩১-৪-৮২

দীন মোহাম্মদ বিশ্বাস (ভারপ্রাপ্ত)

 ৩১-৪-৮২/২-৩-৮৪

মুন্সী নুরুল ইসলাম

২-৩-৮৪/২৩-৬-৮৮

মোঃ আরশাদুল আলম (মন্টু)

২০-৬-৮৮/১৭-৪-৯২

মোঃ আবু শামা

১৭-৪-৯২/২-২-৯৭

মোঃ দেলোয়ার হোসেন (ভারপ্রাপ্ত)

২-২-৯৭/৮-২-৯৮

১০

মোঃ আব্দুল জব্বার (বাবলু)

৮-২-৯৮/৮-৪-০৩

১১

মোঃ লুৎফর রহমান

৮-৪-০৩/১-৮-১১

১২

মোঃ ইউসুফ আলী

০১-০৮-২০১১ বর্তমান

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

চুয়াডাঙ্গা জেলার আয়তন ১১৭০.৮৭ বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে চুয়াডাঙ্গা বাংলাদেশের ৫৪তম জেলা। চুয়াডাঙ্গা জেলার উত্তর-পূর্বদিকে কুষ্টিয়া জেলা, উত্তর-পশ্চিমে মেহেরপুর জেলা, দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে, ঝিনাইদহ জেলা, দক্ষিণে যশোর জেলা, এবং পশ্চিমে ভারতের নদিয়া জেলা অবস্থিত। জেলার মূল শহর চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা নদীর তীরে অবস্থিত।

 

চুয়াডাঙ্গা জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ

 

আরও পড়ূনঃ

1 thought on “চুয়াডাঙ্গা জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ”

Leave a Comment