দোয়েল কোয়েল ময়না ও টিয়া জন্মের ৪০ ঘণ্টা পর মায়ের কোলে,চুয়াডাঙ্গায় একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতক দোয়েল, কোয়েল, ময়না ও টিয়া সুস্থ আছেন। জন্মের ৪০ ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল ১০টায় তাদের প্রথমবারের মতো একসঙ্গে দেখা গেছে মা কল্পনা খাতুনের কোলে।

দোয়েল কোয়েল ময়না ও টিয়া জন্মের ৪০ ঘণ্টা পর মায়ের কোলে
কল্পনা খাতুন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মাহবুল হোসেনের স্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা শহরের একটি বেসরকারি হাসপাতালে একে একে চারটি কন্যাসন্তান জন্ম দেন কল্পনা। বুধবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান চার নবজাতককে দেখতে যান। এ সময় তিনি চার নবজাতকের নাম দেন দোয়েল, কোয়েল, ময়না ও টিয়া।


১ thought on “দোয়েল কোয়েল ময়না ও টিয়া জন্মের ৪০ ঘণ্টা পর মায়ের কোলে”