চুয়াডাঙ্গা জেলার ইউনিয়ন

আমাদের আজকের আলোচনার বিষয় চুয়াডাঙ্গা জেলার ইউনিয়ন, চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে খুলনা বিভাগের অন্তর্গত ।

চুয়াডাঙ্গা জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ১৮৫৯ খ্রিষ্টাব্দে চুয়াডাঙ্গার দর্শনায় বাংলাদেশের প্রথম রেলপথ স্থাপিত হয়। ১৯৭১ সালের ২৬শে মার্চে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমান্ড গঠিত হয়েছিল। বাংলাদেশের প্রথম ডাকঘর চুয়াডাঙ্গা ডাকঘর চুয়াডাঙ্গায় স্থাপিত হয়। দেশের সর্ববৃহৎ চিনিকল কেরু এন্ড কোম্পানি চুয়াডাঙ্গাতে স্থাপিত হয় ১৯৩৮ সালে। চুয়াডাঙ্গা বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত ও দারিদ্র্য মুক্ত জেলা একই সাথে চুয়াডাঙ্গা বাংলাদেশের সবচেয়ে শান্তিপূর্ণ এবং সুখী জেলা।

 

চুয়াডাঙ্গা জেলার ইউনিয়ন

 

চুয়াডাঙ্গা জেলার ইউনিয়ন:-

উপজেলা তালিকা :

উপজেলা ভিত্তিক ইউনিয়নের তালিকাঃ

চুয়াডাঙ্গা সদরঃ

ক্রমিক নং ইউনিয়নের নাম
আলুকদিয়া
মোমিনপুর
কুতুবপুর
শংকরচন্দ্র
বেগমপুর
তিতুদহ
পদ্মবিলা

আলমডাঙ্গাঃ

ক্রমিক নং ইউনিয়নের নাম
ভাংবাড়ীয়া
হারদী
কুমারী
বাড়াদী
গাংনী
খাদিমপুর
জেহালা
বেলগাছি
ডাউকী
১০ জামজামী
১১ নাগদাহ
১২ খাসকররা
১৩ কালিদাসপুর
১৪ চিৎলা
১৫ আইলহাঁস

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

দামুড়হুদাঃ

ক্রমিক নং ইউনিয়নের নাম
জুড়ানপুর
নতিপোতা
কার্পাসডাঙ্গা
কুড়ুলগাছি
পারকৃষ্ণপুর মদনা
হাউলী
দামুড়হুদা
নাটুদহ

 

চুয়াডাঙ্গা জেলার ইউনিয়ন

 

জীবননগরঃ

ক্রমিক নং ইউনিয়নেরনাম
উথলী
আন্দুলবাড়ীয়া
বাঁকা
সীমান্ত
হাসাদাহ
রায়পুর
মনোহর
কেডিকে

 

আরও দেখুনঃ

১ thought on “চুয়াডাঙ্গা জেলার ইউনিয়ন”

Leave a Comment