চুয়াডাঙ্গা জেলার গণমাধ্যম

আমাদের আজকের আলোচনার বিষয় চুয়াডাঙ্গা জেলার গণমাধ্যম, চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে খুলনা বিভাগের অন্তর্গত ।

 

চুয়াডাঙ্গা জেলার গণমাধ্যম

 

চুয়াডাঙ্গা জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ১৮৫৯ খ্রিষ্টাব্দে চুয়াডাঙ্গার দর্শনায় বাংলাদেশের প্রথম রেলপথ স্থাপিত হয়। ১৯৭১ সালের ২৬শে মার্চে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমান্ড গঠিত হয়েছিল। বাংলাদেশের প্রথম ডাকঘর চুয়াডাঙ্গা ডাকঘর চুয়াডাঙ্গায় স্থাপিত হয়। দেশের সর্ববৃহৎ চিনিকল কেরু এন্ড কোম্পানি চুয়াডাঙ্গাতে স্থাপিত হয় ১৯৩৮ সালে। চুয়াডাঙ্গা বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত ও দারিদ্র্য মুক্ত জেলা একই সাথে চুয়াডাঙ্গা বাংলাদেশের সবচেয়ে শান্তিপূর্ণ এবং সুখী জেলা।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

চুয়াডাঙ্গা জেলার গণমাধ্যম:-

চুয়াডাঙ্গা জেলার স্থানীয় পত্রিকা সমুহ

ক্রমিক নং পত্রিকার নাম সম্পাদক যোগাযোগ
দৈনিক মাথাভাঙ্গা সরদার আল আমিন চালের আড়ৎপট্টি, চুয়াডাঙ্গা।

ই-মেইল: mathabhanga@gmail.com

মোবাইল নং: 01711-383303

 

দৈনিক আমাদের সংবাদ মোঃ রুহুল আমিন রতন বড়বাজার, চুয়াডাঙ্গা

ই-মেইলঃ dailyamadersangbad@gmail.com

মোবা –০১৯১৫০৯১৫২৯

 

দৈনিক প্রতিদিনের নতুন খবর মো: আসাদুজ্জামান আসাদ কলেজ রোড, চুয়াডাঙ্গা।

ই-মেইল: dailynotunkhaobor@gmail.com

মোবাইল নং: 01710-298287

 

দৈনিক চুয়াডাঙ্গা শেখ মোঃ আব্দুল আজিজ ১০৯ পুরাতন হাসপাতাল পাড়া, চুয়াডাঙ্গা।

ই-মেইল: dailychuadanga2016@gmail.com মোবাইল নং: 01710-298287

দৈনিক আকাশ খবর এডঃ তছিরুল আলম মালিক ডিউক শহিদ আবুল কাশেম সড়, চুয়াডাঙ্গা।

ই-মেইল: akashkhabar@gmail.com

মোবাইল নং: 01711-388784

দৈনিক সময়ের সমীকরণ মো. শরিফুজ্জামান পুলিশ পার্ক লেন, কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ই-মেইল: dailysomoyersomikoron@gmail.com মোবাইল নং: 01705-401474

দৈনিক পশ্চিমাঞ্চল আজাদ মালিতা বড় বাজার, চুয়াডাঙ্গা।

ই-মেইল: dpashchimanchal@gmail.com

মোবাইল নং: 01919-313213

চুয়াডাঙ্গা জিলাইভ ২৪

 

চুয়াডাঙ্গা জেলার গণমাধ্যম

 

আরও পড়ুনঃ

১ thought on “চুয়াডাঙ্গা জেলার গণমাধ্যম”

Leave a Comment