চুয়াডাঙ্গা জেলার প্রশাসনিক ইউনিট

আমাদের আজকের আলোচনার বিষয় চুয়াডাঙ্গা জেলার প্রশাসনিক ইউনিট, চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে খুলনা বিভাগের অন্তর্গত ।

 

চুয়াডাঙ্গা জেলার প্রশাসনিক ইউনিট

 

চুয়াডাঙ্গা জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ১৮৫৯ খ্রিষ্টাব্দে চুয়াডাঙ্গার দর্শনায় বাংলাদেশের প্রথম রেলপথ স্থাপিত হয়। ১৯৭১ সালের ২৬শে মার্চে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমান্ড গঠিত হয়েছিল। বাংলাদেশের প্রথম ডাকঘর চুয়াডাঙ্গা ডাকঘর চুয়াডাঙ্গায় স্থাপিত হয়। দেশের সর্ববৃহৎ চিনিকল কেরু এন্ড কোম্পানি চুয়াডাঙ্গাতে স্থাপিত হয় ১৯৩৮ সালে। চুয়াডাঙ্গা বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত ও দারিদ্র্য মুক্ত জেলা একই সাথে চুয়াডাঙ্গা বাংলাদেশের সবচেয়ে শান্তিপূর্ণ এবং সুখী জেলা।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

চুয়াডাঙ্গা জেলার প্রশাসনিক ইউনিট:-

নাম পদবি মোবাইল নম্বর ই-মেইল ব্যাচ(বিসিএস)
মোহাম্মদ আমিনুল ইসলাম খান জেলা প্রশাসক 2E+09 dcchuadanga@mopa.gov.bd 24
শারমিন আক্তার অতিরিক্ত জেলা প্রশাসক (মাতৃত্বকালীন ছুটিরত) 2E+09 sharminpsc@gmail.com 30
আরাফাত রহমান অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এবং উপ-পরিচালক, স্থানীয় সরকার 01708495958(Revenue), 01307120720(Personal), 01325384987(ddlg) adcrchuadanga@mopa.gov.bd 30
মোঃ কবীর হোসেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) (বহিঃ বাংলাদেশ ছুটিরত) 01713993390(Personal), 01708495959(ADM) kabirpalash@gmail.com 31
মোঃ নাজমুল হামিদ রেজা অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) 01708495957(ADCG) , 01717291691(Personal) adcgchuadanga@mopa.gov.bd 31
বি এম তারিক-উজ-জামান সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণরত ) 2E+09 soykotzaman@gmail.com 34
মোঃ হুমায়ুন কবির সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ( ভূমি অধিগ্রহণ শাখা এবং রেভিনিউ মুন্সিখানা শাখা ) 2E+09 humayunkabir.18027@gmail.com 35
শেখ মোঃ রাসেল সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা ও ভিপি সেল, জেনারেল সার্টিফিকেট শাখা এবং জেল সুপার ( অতিরিক্ত দায়িত্ব) ) 2E+09 rasel1857@gmail.com 35
নুর পেয়ারা বেগম সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ( উন্নয়ন প্রকল্প ) 2E+09 nurpayara.neelu@gmail.com 38
মোঃ নজরুল ইসলাম সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট( সাধারণ শাখা, প্রবাসী কল্যাণ শাখা, শিক্ষা ও আইসিটি শাখা এবং ডিসি ইকো পার্ক) 2E+09 ac.edu.ict@gmail.com 38
মোহাম্মদ সাদাত হোসেন সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা,রেকর্ড রুম শাখা) 01756849488(personal) 01708495960(official) shadat.ib07du@gmail.com 38
শাহিদুল আলম সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট(স্থানীয় সরকার শাখা, ট্রেজারী শাখা,জেলা ই-সেবা কেন্দ্র ও মিডিয়া সেল এবং গোপনীয় শাখা) 2E+09 minhazshahid@gmail.com 38
নাঈমা জাহান সুমাইয়া সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট(বুনিয়াদি প্রশিক্ষণরত)  01521202898 nayeemajahan13@gmail.com 40
মোঃ আবদুর রহমান সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট(বুনিয়াদি প্রশিক্ষণরত) 2E+09 abdurrahman1306030@gmail.com 40
মোঃ সাইফুল ইসলাম সাইফ সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট(বুনিয়াদি প্রশিক্ষণরত) 2E+09 saife.1209009@gmail.com 40
মোহাঃ মেহেদি মাসুদ প্রশাসনিক কর্মকর্তা ( সংস্থাপন, লাইব্রেরী ও ফরমস এন্ড ষ্টেশনারী শাখা) 2E+09 mehedimasud1971@gmail.com 100
কাজী রফিকুল হক উপ- সহকারী প্রকৌশলী 2E+09 k.r.haque82@gmail.com 100
মোঃ আসগর আলী প্রশাসনিক কর্মকর্তা (স্থানীয় সরকার শাখা) 2E+09 asgar7073@gmail.com 100

 

চুয়াডাঙ্গা জেলার প্রশাসনিক ইউনিট

 

আরও পড়ূনঃ

১ thought on “চুয়াডাঙ্গা জেলার প্রশাসনিক ইউনিট”

Leave a Comment