আমাদের আজকের আলোচনার বিষয় চুয়াডাঙ্গা জেলার যোগাযোগ ব্যবস্থা, চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে খুলনা বিভাগের অন্তর্গত ।
চুয়াডাঙ্গা জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-
চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ১৮৫৯ খ্রিষ্টাব্দে চুয়াডাঙ্গার দর্শনায় বাংলাদেশের প্রথম রেলপথ স্থাপিত হয়। ১৯৭১ সালের ২৬শে মার্চে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমান্ড গঠিত হয়েছিল। বাংলাদেশের প্রথম ডাকঘর চুয়াডাঙ্গা ডাকঘর চুয়াডাঙ্গায় স্থাপিত হয়। দেশের সর্ববৃহৎ চিনিকল কেরু এন্ড কোম্পানি চুয়াডাঙ্গাতে স্থাপিত হয় ১৯৩৮ সালে। চুয়াডাঙ্গা বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত ও দারিদ্র্য মুক্ত জেলা একই সাথে চুয়াডাঙ্গা বাংলাদেশের সবচেয়ে শান্তিপূর্ণ এবং সুখী জেলা।

চুয়াডাঙ্গা জেলার যোগাযোগ ব্যবস্থা:-
বাস : ঢাকা, চট্রগ্রাম, খুলনা, বরিশাল, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, মেহেরপুর।
|
উল্লেখযোগ্য বাসের নাম |
টেলিফোন নং |
|
|
১ |
চুয়াডাঙ্গা ডিলাক্স |
০১৭১১৮০১২৮১, ৬২৩৬০ |
|
২ |
পূর্বশা পরিবহন |
০১৭১৯৯৬৯৫৩৬, ৬২৪৮৪ |
|
৩ |
জে,আর পরিবহন |
০১৭১১১৩১১২৫, ৬২৬৯৯ |
|
৪ |
শ্যামলী পরিবহন |
৬৩০৯০ |
| ৫ | রয়েল এক্সপ্রেস | ০১৭৭৫১১৩৩২১ |

ট্রেন : ঢাকা, খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, চাপাইনবাবগঞ্জ, সৈয়দপুর।
| Intercity Trains From Chuadanga : | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|

| Mail/Express Trains From Chuadanga: | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
আরও পড়ূনঃ
১ thought on “চুয়াডাঙ্গা জেলার যোগাযোগ ব্যবস্থা”