গরমের সঙ্গে বাড়ছে তরমুজ-ডাবের দাম | সারা সপ্তাহের খবর

গরমের সঙ্গে বাড়ছে তরমুজ-ডাবের দাম -খবর দিয়ে শুরু করছি চুয়াডাঙ্গা জেলা নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

সারা সপ্তাহের খবর

সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৩৯.৬ ডিগ্রি

তাপপ্রবাহের আওতা আগের পাঁচ বিভাগের সঙ্গে পুরো সিলেট বিভাগে বিস্তৃত হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) দেশের ছয় বিভাগের ৫২ জেলা ও রংপুর বিভাগের নীলফামারীর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে। কিছুদিন ধরে চুয়াডাঙ্গায় থাকছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। মঙ্গলবার সেখানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল। একদিন আগে যা ছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গরমের সঙ্গে বাড়ছে তরমুজ-ডাবের দাম

 

গরমের সঙ্গে বাড়ছে তরমুজ-ডাবের দাম | সারা সপ্তাহের খবর

 

চুয়াডাঙ্গায় অন্য নিত্যপণ্যের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তরমুজ ও ডাবের দাম। প্রচণ্ড গরমে চাহিদা বেড়ে যাওয়ায় একশ্রেণির মুনাফালোভী ব্যবসায়ী দাম বাড়িয়ে দিয়েছেন। এক সপ্তাহ ধরে জেলায় দেশের মধ্যে রেকর্ড তাপমাত্রা বিরাজ করছে। সোমবারও (১০ এপ্রিল) ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

২০ হাজার ডলার রেখে পাচারকারী পালালেন 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার ফুলবাড়ী সীমান্ত দিয়ে পাচারের সময় ২০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বিজিবি। এসময় পাচারকারী পালিয়ে যান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (১০ এপ্রিল) এতথ্য জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

দর্শনায় পাঁচ কেজি রুপা উদ্ধার

চুয়াডাঙ্গার দর্শনা থেকে চার কেজি ৯৮৫ গ্রাম রুপা উদ্ধার করেছে বিজিবি। রোববার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মাঝাপাড়া পুরাতন মসজিদের সামনে থেকে এসব রুপা উদ্ধার করা হয়।

টানা তাপপ্রবাহে দুর্বিষহ জনজীবন

চুয়াডাঙ্গায় টানা তাপপ্রবাহে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তীব্র গরমে রোজাদারদের অবস্থাও ওষ্ঠাগত। জেলায় গত কয়েকদিন ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা আটকে থাকলেও শনিবার (৮ এপ্রিল) তা অতিক্রম করে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

নিখোঁজের ৪ দিন পর লিফটে মিললো ব্যবসায়ীর মরদেহ

চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের চারদিন পর নির্মাণাধীন ভবনের লিফটের চেম্বার থেকে এক জুতা ব্যবসায়ীর (২৭) অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) জীবননগর পৌর এলাকার আাঁশতলাপাড়ায় প্রবাসী কবির হোসেন নির্মাণাধীন বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

৪ কেজি সোনাসহ একজনকে আটক

চুয়াডাঙ্গার দর্শনা থেকে ২২টি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। এসময় একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। বুধবার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে দর্শনা রেলক্রসিং এলাকা থেকে সোনাসহ তাকে আটক করে বিজিবি।

হাসপাতালের ময়লার স্তূপে পাওয়া গেল নবজাতকের লাশ

 

গরমের সঙ্গে বাড়ছে তরমুজ-ডাবের দাম | সারা সপ্তাহের খবর

 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নতুন ভবনের সামনের ময়লার স্তূপ থেকে অজ্ঞাতপরিচয় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে লাশটি উদ্ধার করা হয়।

৯ দিন ধরে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা

চৈত্রের শেষের দিকে এসে তেঁতে উঠেছে প্রকৃতি। ক্রমান্বয়ে বাড়তে থাকা মাঝারি ধরনের এই তাপপ্রবাহে পুড়ছে চুয়াডাঙ্গা। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষেরা। সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। 

আরও দেখুনঃ

Leave a Comment