নারীর মৃত্যু ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে,চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ঝড়ের সময় আম কুড়াতে গেলে ভারী ডাল ভেঙে মাথার ওপর পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

নারীর মৃত্যু ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে
বুধবার সন্ধ্যায় উপজেলার হাউলী ইউনিয়নের তারিনিপুর গ্রামের পুরোনো মসজিদ পাড়ায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া নারীর নাম সাকিনা খাতুন (৫০)। তিনি ওই গ্রামের লাল মিয়ার স্ত্রী।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে হাউলী ইউনিয়ন পরিষদের সদস্য বলেন, বুধবার সন্ধ্যার পর ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির অন্যদের সঙ্গে সাকিনা খাতুনও আম কুড়াতে বাড়ির পাশের বাগানে যান। ঝড়ে একটি আমগাছের ডাল সাকিনা খাতুনের ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বৃহস্পতিবার সকালে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, সাকিনা খাতুনের লাশ দাফন করা হয়েছে।
আরও পড়ুন:
১ thought on “নারীর মৃত্যু ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে”