গাছচাপায় নারী নিহত,চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঝড়ে গাছচাপায় মোমেনা খাতুন (৪০) নামের এক নারী-নিহত হয়েছেন।

গাছচাপায় নারী নিহত চুয়াডাঙ্গায়
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কুড়ুলগাছি-গ্রামের ফিল্ড পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। মোমেনা খাতুন ওই গ্রামের আমিনুল হকের স্ত্রী।
সন্ধ্যা ৭টার দিকে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়। ঝড়ের সময় মোমেনা খাতুন তার স্বামীকে নিয়ে টিনের তৈরি ঝুপড়ি ঘরে বসে ছিলেন। এক পর্যায়ে বাড়ির পাশের একটি লিচুগাছ ভেঙে ঘরের চালের ওপর পড়ে। এ সময় গাছসহ ঘরের চালের নিচে চাপা পড়েন মোমেনা খাতুন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরো পড়ুন :
২ thoughts on “গাছচাপায় নারী নিহত চুয়াডাঙ্গায়”