কমিউনিটি সেন্টার ভাড়া করে পাবজি গেমের আয়োজন আটক ১০৮

পাবজি গেমের আয়োজন আটক,চুয়াডাঙ্গায় কমিউনিটি-সেন্টার ভাড়া করে আন্তঃবাংলাদেশ পাবজি- গেমের আয়োজনে অভিযান চালিয়েছে পুলিশ।

 

কমিউনিটি সেন্টার ভাড়া করে পাবজি গেমের আয়োজন আটক ১০৮

 

কমিউনিটি সেন্টার ভাড়া করে পাবজি গেমের আয়োজন আটক ১০৮

বুধবারদুপুরে চুয়াডাঙ্গা সদরের দৌলতদিয়াড়ে একটি কমিউনিটি সেন্টারে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম রেজা।

অভিযানে স্থানীয় আয়োজকসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা ১০৮ জন পাবজি-গেমারকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৮ বছরের ঊর্ধ্বে ১৪ জনকে দুদিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

অভিভাবকের কাছ থেকে মুচলেকা নিয়ে অপ্রাপ্ত বয়স্কদের ছেড়ে দেওয়া হয়। এ সময় অসংখ্য স্মার্টফোন, রাউটার, ট্রফিসহ পাবজি খেলার সরঞ্জাম জব্দ করে প্রশাসন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পাবজি মোবাইল চুয়াডাঙ্গা লিগ এস ১০ ল্যান ইভেন্ট নামে একটি অবৈধ মোবাইল গেম জুয়ার আয়োজন করা হয় চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ে। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালানো হয়। পরে সেখানে একটি কমিউনিটি সেন্টার থেকে জুয়া খেলার সময় ১০৮ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১২ জনের বাড়ি চুয়াডাঙ্গায়। তারা ওই খেলার আয়োজক। বাকিদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।

 

কমিউনিটি সেন্টার ভাড়া করে পাবজি গেমের আয়োজন আটক ১০৮

 

আরো পড়ুন :

২ thoughts on “কমিউনিটি সেন্টার ভাড়া করে পাবজি গেমের আয়োজন আটক ১০৮”

Leave a Comment