বঙ্গজ ফ্যাক্টরিকে দেড়লাখ টাকা জরিমানা চুয়াডাঙ্গার

বঙ্গজ ফ্যাক্টরিকে দেড়লাখ টাকা জরিমানা,দেশের অন্যতম পুরাতন বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি চুয়াডাঙ্গার বঙ্গজ লিমিটেডকে দেড়লাখ টাকা-জরিমানা করেছে ভোক্তা অধিকার-সংরক্ষণ অধিদপ্তর।

 

বঙ্গজ ফ্যাক্টরিকে দেড়লাখ টাকা জরিমানা চুয়াডাঙ্গার

 

বঙ্গজ ফ্যাক্টরিকে দেড়লাখ টাকা জরিমানা চুয়াডাঙ্গার

অস্বাস্থ্যকর পরিবেশ, বিএসটিআইয়ের লাইসেন্স নবায়ন ও কেমিস্ট না থাকাসহ বিভিন্ন অভিযোগে এ জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার  দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড়ে অবস্থিত বঙ্গজ লিমিটেডের কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

বঙ্গজ লিমিটেডের তৈরি খাদ্যপণ্য সারাদেশে সরবরাহ করা হয়। তবে বঙ্গজের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উত্থাপিত হয়। এরই পরিপ্রেক্ষিতে বঙ্গজের কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনের প্রমাণ মেলে। এছাড়া বিএসটিআই লাইসেন্স নবায়ন না থাকা এবং কেমিস্ট ছাড়াই কেমিক্যাল ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগে বঙ্গজ-ফ্যাক্টরি লিমিটেডকে দেড়লাখ টাকা-জরিমানা করা হয়। কারখানার ব্যবস্থাপক ফজলুর রহমান জরিমানার অর্থ পরিশোধ করেন।

ভোক্তা অধিকার-সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক  জানান, অভিযানে মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই পাউরুটিতে ছত্রাক জমার চিত্র পাওয়া গেছে। এছাড়া অন্যান্য অভিযোগের প্রমাণ মিলেছে। এসব কারণে কারখানাটিকে দেড়লাখ টাকা-জরিমানা করা হয়।

 

বঙ্গজ ফ্যাক্টরিকে দেড়লাখ টাকা জরিমানা চুয়াডাঙ্গার

 

আরো পড়ুন :

১ thought on “বঙ্গজ ফ্যাক্টরিকে দেড়লাখ টাকা জরিমানা চুয়াডাঙ্গার”

Leave a Comment