বাবাকে কোপালেন এক ছেলে ৫ ছেলেকেই সমান ভাগ দিতে চাওয়ায়,চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জমির সমান ভাগ দিতে চাওয়ায় সিরাজ মল্লিক (৮৭) নামে এক বৃদ্ধকে কুপিয়ে জখমের পর পালিয়েছেন তার ছেলে ইয়াহিয়া মল্লিক।

বাবাকে কোপালেন এক ছেলে ৫ ছেলেকেই সমান ভাগ দিতে চাওয়ায়
বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার খাদিমপুর ইউনিয়ন পরিষদের মাজহাদ গ্রামে পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় বৃদ্ধকে চুয়াডাঙ্গা সদর-হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সিরাজ মল্লিক অভিযোগ করে বলেন, ‘আমার পাঁচ ছেলের মধ্যে সব জমিজমা বণ্টন করে দিতে চাই। আমার মেজ ছেলে ইয়াহিয়া আমার প্রস্তাবে একমত না হয়ে রাতে আমার সঙ্গে উগ্র আচরণ করে। আমার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াহিয়া ধারালো অস্ত্র দিয়ে আমাকে এলোপাতাড়ি কোপ দিয়ে পালিয়ে যায়।’
এদিকে ঘটনার পর থেকে ইয়াহিয়া মল্লিক পলাতক বিধায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


1 thought on “বাবাকে কোপালেন এক ছেলে ৫ ছেলেকেই সমান ভাগ দিতে চাওয়ায়”