সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত চুয়াডাঙ্গাতে

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত,চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুনতাজ হোসেন (৩২) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

 

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত চুয়াডাঙ্গাতে

 

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত চুয়াডাঙ্গাতে

রোববার সকালে উপজেলার ছোট বলদিয়া সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের কাছ থেকে নিহতের মরদেহ নিয়ে যান বিএসএফ সদস্যরা। মুনতাজ ছোট বলদিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

নিহতের ভাই  বলেন, ‘বড় ভাই শনিবার রাত ১টার দিকে উপজেলার ছোট বলদিয়া সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের কাছে মহিষ আনতে যান। এ সময় ওপার থেকে গুলিবর্ষণ করে ভারতের ৫৪-বিএসএফ বিজয়পুর ক্যাম্পের সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে আমার ভাই মারা যান। রোববার সকাল ১০টার দিকে তার মরদেহ বিএসএফ নিয়ে যায়।’

এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লে. কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক জাগো নিউজকে বলেন, ঘটনাটি শুনেছি। শোনার পর আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন
রোববার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার খৈতলা সীমান্তের বিপরীতে ভারতের কৈজুরী এলাকায় বিএসএফের-গুলিতে হাসানুর রহমান (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহতের খবর পাওয়া গেছে।

বিএসএফের বক্তব্য

এদিকে এ ঘটনার ব্যাখ্যায় বিএসএফ বলেছে, সীমান্তের বাংলাদেশ অংশ থেকে ১৫-১৮ জন চোরাইচালানকারী ভারতের দিকে আসছিলেন। একই সময় ভারতীয় অংশ থেকে সীমান্তের দিকে আসছিলেন ১৩-১৫ জন চোরাইচালানকারী। তখন ওই অংশে পাহারারত দুজন তাদের থামানোর চেষ্টা

করেন। কিন্তু তাদের কথায় কর্ণপাত না করে তারা বিএসএফ সদস্যদের কাছে চলে আসেন এবং ওই দুজনের একজনের ওপর চড়াও হন। এ অবস্থায় আত্মরক্ষার্থে চোরাইচালানকারী লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে বিএসএফ। এতে বাংলাদেশ থেকে আসা একজন চোরাইচালানকারী গুলিবিদ্ধ হন। অপর গুলিটি একটি মহিষের পায়ে লাগে।

 

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত চুয়াডাঙ্গাতে

 

২ thoughts on “সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত চুয়াডাঙ্গাতে”

Leave a Comment