বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু,চুয়াডাঙ্গার-দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে সোনা মল্লিক (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু চুয়াডাঙ্গায়
শনিবার দুপুর ২টার দিকে উপজেলার প্রতাবপুর গ্রামে এ ঘটনা ঘটে। সোনা মল্লিক একই গ্রামের মৃত গোপাল মল্লিকের ছেলে।
দুপুরে বাড়ির পাশে নদীতে গোসল করতে যান সোনা মল্লিক। ওই নদীতে নতুন ব্রিজের-নির্মাণ কাজ চলছে। সোনা মল্লিক গোসলের জন্য নদীতে নামতে গেলে মাটিতে পড়া থাকা খোলা তার তার পায়ে জড়িয়ে যায়। এসময় হাত দিয়ে তার সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন :