চুয়াডাঙ্গায় ধারালো অস্ত্রে দুই যুবককে কুপিয়ে জখম এর খবর দিয়ে শুরু করছি চুয়াডাঙ্গা জেলা নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

চুয়াডাঙ্গায় ধারালো অস্ত্রে দুই যুবককে কুপিয়ে জখম | সারা সপ্তাহের খবর
চুয়াডাঙ্গায় ধারালো অস্ত্রে দুই যুবককে কুপিয়ে জখম
চুয়াডাঙ্গায় পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় দুই যুবককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ মার্চ) রাত ১১টার দিকে পৌর শহরের ডিজিটাল মোড়ের অদূরে সদর ফুড গোডাউনের সামনে এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গায় বিএনপির ১৭ নেতাকর্মী কারাগারে
বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় চুয়াডাঙ্গায় বিএনপির ১৭ নেতাকর্মীকে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক মো. জিয়া হায়দার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাদের চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেওয়া হয়।

চুয়াডাঙ্গায় সোনার ৭ বারসহ পাচারকারী আটক
চুয়াডাঙ্গার জীবননগর থেকে সোনার সাত বারসহ জুয়েল হোসেন (৩৮) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতে পাচারের জন্য বারগুলো নেওয়া হচ্ছিল।
চুয়াডাঙ্গায় আধা কেজি সোনার বারসহ আটক ২
চুয়াডাঙ্গার জীবননগরে ৫৮০ গ্রাম (আধা কেজি) সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। ভারতে পাচারের উদ্দেশ্য বারগুলো সীমান্ত এলাকার নতুনপাড়া গ্রামে নেওয়া হচ্ছিল। সোমবার (২০ মার্চ) রাতে জীবননগর পৌর এলাকার ইসলামপুর থেকে সোনার বারসহ তাদের আটক করে পুলিশ।
শপথের আগেই হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান, শাস্তির দাবিতে বিক্ষোভ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হায়াত আলীকে হারিয়ে ১৬ মার্চ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ‘বিদ্রোহী’ প্রার্থী এজাজ ইমতিয়াজ ওরফে বিপুল। কয়েক দিন পর শপথ। তার আগেই একটি হত্যা মামলার আসামি হয়েছেন তিনি। ২৪ মার্চ শুক্রবার মধ্যরাতে তাঁর শাস্তির দাবিতে এলাকায় বিক্ষোভ করেন স্থানীয় লোকজন।
এক বস্তা ভুসির ভেতরে আড়াই কোটি টাকার স্বর্ণ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সুলতানপুর সীমান্ত থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি-৬। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকাল ৩টার দিকে সুলতানপুর বিওপির ঝাঝাডাঙ্গা গ্রাম থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।

সেচ পাম্পের পাইপের ভেতরে নারীর ক্ষতবিক্ষত লাশ, সাত ঘণ্টার চেষ্টায় উদ্ধার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সোলার সেচ পাম্পের পাইপের ভেতর থেকে ডালিমা খাতুন নামে এক নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। বৃহস্পতিবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পোলবাগুন্দা গ্রামে গাবতলা মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ডালিমা খাতুন (৪৫) একই গ্রামের ফোন্টু মণ্ডলের স্ত্রী। এ ঘটনায় ফোন্টু মণ্ডলকে আটক করা হয়েছে।
আরও দেখুনঃ
২ thoughts on “চুয়াডাঙ্গায় ধারালো অস্ত্রে দুই যুবককে কুপিয়ে জখম | সারা সপ্তাহের খবর”