সড়ক-দুর্ঘটনায় যুবদল নেতা নিহত,চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় সড়ক-দুর্ঘটনায় সৈয়দ সুমন রেজা (৩৫) নামে এক যুবদল-নেতা নিহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত চুয়াডাঙ্গায়
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে আলমডাঙ্গা-উপজেলার হারদী টাইগার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সৈয়দ সুমন-রেজা একই উপজেলার কালিদাসপুর গ্রামের সৈয়দ আকরাম হোসেনের ছেলে। তিনি সাবেক আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সাংগঠনিক-সম্পাদক ও বর্তমানে জেলা যুবদলের সদস্য ছিলেন।

বিকেলে প্রয়োজনীয় কাজ শেষে ওসমানপুর থেকে মোটরসাইকেলে আলমডাঙ্গা শহরের দিকে আসছিলেন সুমন। এসময় হারদী টাইগার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লাটাহাম্বারের (শ্যালো ইঞ্জিনচালিত-বাহন) সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন সুমন। দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে আলমডাঙ্গা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন মারা যান তিনি।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। বাকি কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরো পড়ুন :
1 thought on “সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত চুয়াডাঙ্গায়”