১১ কেজি রুপার গহনা মোটরসাইকেল তল্লাশিতে মিললো,চুয়াডাঙ্গার দর্শনায় ভারতীয় ১১ কেজি রুপার গহনাসহ দুইজনকে আটক করেছেন জেলা গোয়েন্দা-পুলিশের (ডিবি) সদস্যরা।

১১ কেজি রুপার গহনা মোটরসাইকেল তল্লাশিতে মিললো
শনিবার দুপুরে দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের শলুয়া গ্রামের দর্শনা-সরোজগঞ্জ সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন দর্শনা থানার রামনগর গ্রামের নাসির উদ্দীনের ছেলে ফরহাদ হোসেন (২৮) ও সুলতানপুর গ্রামের আব্দুল বারির ছেলে ফারুক হোসেন (৩২)।
জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা-পুলিশের একটি টিম বেগমপুর ইউনিয়নের শলুয়া গ্রামের দর্শনা-সরোজগঞ্জ সড়কে অভিযান চালায়। এসময় দুই ব্যক্তি পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়।

তিনি বলেন, পরে তাদের সঙ্গে থাকা মোটরসাইকেল তল্লাশি করে তেলের ট্যাংকির মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ব্যাগ থেকে ১১ কেজি ওজনের রুপার গহনা উদ্ধার করা হয়। গহনাগুলো ভারত থেকে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা জেনেছি।
ডিবির ওসি আরও বলেন, উদ্ধার রুপার মূল্য ১২ লাখ ২২ হাজার টাকা। এ ঘটনায় দর্শনা থানায় একটি মামলা করা হয়েছে।

আরও পড়ুন:
1 thought on “১১ কেজি রুপার গহনা মোটরসাইকেল তল্লাশিতে মিললো”