রুপার গহনা জব্দ দর্শনায় ভারত থেকে আসা

রুপার গহনা জব্দ দর্শনায় ভারত থেকে আসা,চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা এলাকা থেকে ভারত থেকে অবৈধ পথে আসা ৭৭ কেজি ৭০০ গ্রাম রুপার গহনা জব্দ করেছে বিজিবি।

 

 রুপার গহনা জব্দ দর্শনায় ভারত থেকে আসা

 

রুপার গহনা জব্দ দর্শনায় ভারত থেকে আসা

বুধবার সন্ধ্যা ৭টার দিকে দর্শনা পৌরসভার মো. সোহাগ হোসেনের বাড়ি থেকে ৬ বিজিবি গহনাগুলো জব্দ করে। তবে এসময় সোহাগ পালিয়ে যান। তিনি দর্শনা পৌরসভার মোবারকপাড়া গেদু মিয়ার ছেলে।

বুধবার রাত ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চুয়াডাঙ্গা-ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

৬ বিজিবি জানায়, দর্শনা সীমান্ত দিয়ে ভারতীয় রুপার একটি বড় চালান পাচার হচ্ছে এমন খবরে সন্ধ্যায় মোবারকপাড়ায় অভিযান চালানো হয়। এসময় সোহাগের বাড়ি থেকে ৭৭ কেজি ৭০০ গ্রাম রুপার গহনা উদ্ধার করেন বিজিবি সদস্যরা। পরে গহনাগুলো জব্দ করা হয়।

 

 রুপার গহনা জব্দ দর্শনায় ভারত থেকে আসা

 

৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বলেন, এ ঘটনায় পলাতক মো. সোহাগকে আসামি করে মামলা করবেন সুবেদার মো. জহির উদ্দিন বাবর। আর জব্দ রুপার গহনা চুয়াডাঙ্গার ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

আরও পড়ুন:

১ thought on “রুপার গহনা জব্দ দর্শনায় ভারত থেকে আসা”

Leave a Comment