চুয়াডাঙ্গায় নিখোঁজের ১ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজের ১ দিন পর বাড়ির পাশের ডোবা থেকে ফাহিম (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

 

চুয়াডাঙ্গায় নিখোঁজের ১ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

 

আজ ১৬ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার খাসকররা ইউনিয়নের রাইসা গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে রোববার দুপুরে নিজ বাড়ি থেকে শিশুটি নিখোঁজ হয়। নিহত শিশু একই গ্রামের গ্রাম্য চিকিৎসক আব্দুল হোসেনের ছেলে।

শিশুর পরিবার ও এলাকাবাসী জানান, রোববার দুপুরে বৃষ্টির পানিতে খেলছিল শিশু ফাহিম। এসময় তার পিতা আব্দুল গরুর ঘাস কাটতে যায়। ১০ মিনিটপর ফিরে ফাহিমকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশে নটা বিল খালের পাড়ে তার ব্যবহৃত পায়ের সেন্ডেল পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা। এসময় গ্রামবাসীর সহযোগীতায় খালের পানিতে উদ্ধার চেষ্টা চালায়।

 

 

পরে ওই উদ্ধার অভিযানে অংশ নেয় আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা। দীর্ঘ সময় পর শিশুটির খোঁজ না মিললে রোববার রাত সাড়ে ৯ টার দিকে উদ্ধার কাজে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল অংশ নিলেও দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরদিন আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সারে ৯টার দিকে বসতবাড়ির পেছনের ডোবায় ফাহিমের মরদেহ ভেসে উঠলে ডুবুরি দল লাশ উদ্ধার করে।

ফাহিমের পিতা আব্দুল জানান, গোসল জন্য উঠানে বৃষ্টির পানিতে ভিজে খেলা করছিল ফাহিম। বাড়ির কাজ শেষে ফাহিমকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে বাড়ির পেছন থেকে তার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, গত রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেল থেকে ধারাবাহিক ভাবে উদ্ধার অভিযান চালানো হয়েছে। নটা বিল খালে শিশুটিকে পাওয়া যায়নি। সকালে বসতবাড়ির পেছনের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আলমডাঙ্গা থানার (ওসি) শেখ গনি মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।

 

আরও পড়ুন:

Leave a Comment