বাড়ির ছাদ থেকে পড়ে শিশু নিহত চুয়াডাঙ্গায়

বাড়ির ছাদ থেকে পড়ে শিশু নিহত,চুয়াডাঙ্গায় ছাদ থেকে পড়ে আহাদ হোসেন (৮) নামের এক শিশু-নিহত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর-উপজেলার দৌলতদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

বাড়ির ছাদ থেকে পড়ে শিশু নিহত চুয়াডাঙ্গায়

 

বাড়ির ছাদ থেকে পড়ে শিশু নিহত চুয়াডাঙ্গায়

আহাদ হোসেন একই গ্রামের কম্পিউটার ব্যবসায়ী আরিফ হোসেনের ছেলে। সে দৌলতদিয়াড় ফজলুল উলুম ক্যাডেট স্কিম মাদরাসার ছাত্র ছিল।

বিকেলে সবার অজান্তে বাড়ির দ্বিতীয়তলার ছাদে চলে যায় আহাদ। সেখানে একাই খেলছিল সে। একপর্যায়ে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাহসিন সাদিয়া জানান, শিশুটির মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। রক্তক্ষরণও হয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যায়।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

বাড়ির ছাদ থেকে পড়ে শিশু নিহত চুয়াডাঙ্গায়

 

আরো পড়ুন :

১ thought on “বাড়ির ছাদ থেকে পড়ে শিশু নিহত চুয়াডাঙ্গায়”

Leave a Comment