ফেলে যাওয়া জুতায় মিললো ১৩ সোনার বার

জুতায় মিললো ১৩ সোনার বার,চুয়াডাঙ্গার ফুলবাড়ী সীমান্তে ফেলে যাওয়া জুতার ভেতর থেকে ১৩টি সোনার-বার উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে উপজেলার বুইচিতলা এলাকা থেকে সোনার-বারগুলো উদ্ধার করা হয়।

 

ফেলে যাওয়া জুতায় মিললো ১৩ সোনার বার

 

ফেলে যাওয়া জুতায় মিললো ১৩ সোনার বার

বিজিবির-চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ মোহাম্মদ ইসতিয়াক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় মোটরসাইকেল আরোহী একজনকে সন্দেহ হলে থামার সংকেত দেয় বিজিবি। এসময় মোটরসাইকেল ও পায়ের জুতা ফেলে পালিয়ে যান ওই ব্যক্তি।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

পরে ফেলে যাওয়া মোটরসাইকেলটি তল্লাশি করে কিছু না পাওয়া গেলেও পায়ের জুতাটি কেটে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৩টি সোনার- বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার-বারের আনুমানিক মূল্য এক কোটি ৬ লাখ ৫৫ হাজার ৯০০ টাকা।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল  জানান, এ ঘটনায় দর্শনা থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

 

ফেলে যাওয়া জুতায় মিললো ১৩ সোনার বার

 

আরো পড়ুন :

২ thoughts on “ফেলে যাওয়া জুতায় মিললো ১৩ সোনার বার”

Leave a Comment