সীমান্ত থেকে স্বর্ণের ৪ বারসহ যুবক আটক চুয়াডাঙ্গাতে

স্বর্ণের ৪ বারসহ যুবক আটক,চুয়াডাঙ্গার জীবননগরের গয়েশপুর সীমান্ত-থেকে স্বর্ণের চারটি বারসহ তাজমুল হোসেন (৩০) নামের এক যুবককে আটক-করেছে বিজিবি।

 

সীমান্ত থেকে স্বর্ণের ৪ বারসহ যুবক আটক চুয়াডাঙ্গাতে

 

সীমান্ত থেকে স্বর্ণের ৪ বারসহ যুবক আটক চুয়াডাঙ্গাতে

সোমবার  রাত ৮টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের জাকামোল্লা ব্রিকস ইটভাটা এলাকা থেকে তাকে আটক করে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন।

আটক তাজমুল হোসেন একই উপজেলার গোয়ালপাড়া গ্রামের সখের আলীর ছেলে।

মঙ্গলবার  বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

গয়েশপুর বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছালে চোরাকারবারী দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় টহল দল পিছু ধাওয়া করে তাজমুল হোসেনকে আটক করে। পরে তল্লাশী করে চারটি স্বর্ণের বার জব্দ করে।

আটককৃত তাজমুল হোসেন ও পলাতক মজিদ মণ্ডলের বিরুদ্ধে মামলাসহ জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সীমান্ত থেকে স্বর্ণের ৪ বারসহ যুবক আটক চুয়াডাঙ্গাতে

 

আরো পড়ুন :

৩ thoughts on “সীমান্ত থেকে স্বর্ণের ৪ বারসহ যুবক আটক চুয়াডাঙ্গাতে”

Leave a Comment