মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত চুয়াডাঙ্গায়

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত,চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ-হারিয়ে আহাদ আলী (১৫) নামের এক স্কুল-ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার চাচা।

 

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত চুয়াডাঙ্গায়

 

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত চুয়াডাঙ্গায়

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহাদ আলী সদর উপজেলার শ্রীকোল বোয়ালিয়া গ্রামের আকছেদ আলীর ছেলে। সে শ্রীকোল বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

আহত হারুন অর রশিদ জজ (১৬) একই গ্রামের জসিম মিয়ার ছেলে। সেও একই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

নিহতের স্বজনরা জানান, সকালে নিজেদের মোটরসাইকেল মেরামত করতে ভাতিজা আহাদকে সঙ্গে নিয়ে চুয়াডাঙ্গা শহরের দিকে আসছিল হারুন। পথে বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক আহাদকে মৃত ঘোষনা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, হাসপাতালে নেওয়ার আগেই আহাদ আলীর মৃত্যু হয়। আহত হারুন অর রশিদকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত চুয়াডাঙ্গায়

 

আরো পড়ুন :

২ thoughts on “মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত চুয়াডাঙ্গায়”

Leave a Comment