টিসিবির পণ্য নিতে যাওয়ার পথে লাশ হলেন কৃষক,টিসিবির-পণ্য নিয়ে আর বাড়ি ফেরা হলো না কৃষক হাসিবুল ইসলামের (৪০)। বেপরোয়া মোটরসাইকেলের-ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

টিসিবির পণ্য নিতে যাওয়ার পথে লাশ হলেন কৃষক
শুক্রবার বিকেল ৩টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এরআগে দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসিবুল ইসলাম একই উপজেলার বড়শলুয়া গ্রামের বেলেমাঠপাড়ার মৃত নওশাদ আলীর ছেলে।
দুপুরে বাইসাইকেলযোগে তিতুদহ ইউনিয়ন পরিষদে টিসিবির-পণ্য নিতে যাচ্ছিলেন কৃষক হাসিবুল। পথে বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর জখম হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তিনি মারা যান।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, সড়ক দুর্ঘটনায় হাসিবুল ইসলাম গুরুতর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মোটরসাইকেল চালক ও আরোহীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন :
২ thoughts on “টিসিবির পণ্য নিতে যাওয়ার পথে লাশ হলেন কৃষক”