আমাদের আজকের আলোচনার বিষয় চুয়াডাঙ্গা জেলার ইউনিয়ন, চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে খুলনা বিভাগের অন্তর্গত ।
চুয়াডাঙ্গা জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-
চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ১৮৫৯ খ্রিষ্টাব্দে চুয়াডাঙ্গার দর্শনায় বাংলাদেশের প্রথম রেলপথ স্থাপিত হয়। ১৯৭১ সালের ২৬শে মার্চে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমান্ড গঠিত হয়েছিল। বাংলাদেশের প্রথম ডাকঘর চুয়াডাঙ্গা ডাকঘর চুয়াডাঙ্গায় স্থাপিত হয়। দেশের সর্ববৃহৎ চিনিকল কেরু এন্ড কোম্পানি চুয়াডাঙ্গাতে স্থাপিত হয় ১৯৩৮ সালে। চুয়াডাঙ্গা বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত ও দারিদ্র্য মুক্ত জেলা একই সাথে চুয়াডাঙ্গা বাংলাদেশের সবচেয়ে শান্তিপূর্ণ এবং সুখী জেলা।

চুয়াডাঙ্গা জেলার ইউনিয়ন:-
উপজেলা তালিকা :
উপজেলা ভিত্তিক ইউনিয়নের তালিকাঃ
চুয়াডাঙ্গা সদরঃ
| ক্রমিক নং | ইউনিয়নের নাম |
| ১ | আলুকদিয়া |
| ২ | মোমিনপুর |
| ৩ | কুতুবপুর |
| ৪ | শংকরচন্দ্র |
| ৫ | বেগমপুর |
| ৬ | তিতুদহ |
| ৭ | পদ্মবিলা |
আলমডাঙ্গাঃ
| ক্রমিক নং | ইউনিয়নের নাম |
| ১ | ভাংবাড়ীয়া |
| ২ | হারদী |
| ৩ | কুমারী |
| ৪ | বাড়াদী |
| ৫ | গাংনী |
| ৬ | খাদিমপুর |
| ৭ | জেহালা |
| ৮ | বেলগাছি |
| ৯ | ডাউকী |
| ১০ | জামজামী |
| ১১ | নাগদাহ |
| ১২ | খাসকররা |
| ১৩ | কালিদাসপুর |
| ১৪ | চিৎলা |
| ১৫ | আইলহাঁস |

দামুড়হুদাঃ
| ক্রমিক নং | ইউনিয়নের নাম |
| ১ | জুড়ানপুর |
| ২ | নতিপোতা |
| ৩ | কার্পাসডাঙ্গা |
| ৪ | কুড়ুলগাছি |
| ৫ | পারকৃষ্ণপুর মদনা |
| ৬ | হাউলী |
| ৭ | দামুড়হুদা |
| ৮ | নাটুদহ |

জীবননগরঃ
| ক্রমিক নং | ইউনিয়নেরনাম |
| ১ | উথলী |
| ২ | আন্দুলবাড়ীয়া |
| ৩ | বাঁকা |
| ৪ | সীমান্ত |
| ৫ | হাসাদাহ |
| ৬ | রায়পুর |
| ৭ | মনোহর |
| ৮ | কেডিকে |
আরও দেখুনঃ
১ thought on “চুয়াডাঙ্গা জেলার ইউনিয়ন”