জাতীয়করণের এক দফা দাবিতে চুয়াডাঙ্গায় শিক্ষকদের মানববন্ধন

জাতীয়করণের এক দফা দাবিতে চুয়াডাঙ্গার বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবারের আয়োজনে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষকরা।

 

জাতীয়করণের এক দফা দাবিতে চুয়াডাঙ্গায় শিক্ষকদের মানববন্ধন

 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন জেলার সব শিক্ষক-শিক্ষিকারা। বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের আর্গ পর্যন্ত শিক্ষা প্রশাসনে বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা, শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিও জানানো হয় মানববন্ধনে।

 

 

মানববন্ধনে বক্তব্য দেন চুয়াডাঙ্গা একাডেমি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিনা বেগম, শ্রীকল বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গণি, ডিঙ্গেদহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মুন্সি মুজিবুর রহমান, তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, বদরগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. রুহুল আমিন প্রমুখ।

জাতীয়করণের দাবি জানিয়ে শিক্ষকরা বলেন, ‘সরকারি সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত আমরা বেসরকারি শিক্ষকরা। তাই এক দফা এক দাবি আমরা জাতীয়করণ চাই। সরকারি শিক্ষকেরা যে পরিমাণ সুযোগ-সুবিধা পান, বেসরকারি শিক্ষকরা সেই সুযোগ-সুবিধা পান না। আমরা কোনো বৈষম্য চাই না। শিক্ষা সংস্কার চাই, বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হবে।’

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

বেসরকারি শিক্ষকদের যে বেতন দেওয়া হয়, তাতে চাল-ডাল কিনতে শেষ হয়ে যায় উল্লেখ করে বক্তারা বলেন, বেসরকারি শিক্ষকদের বাড়িভাড়া বাবদ দেওয়া হয় মাত্র ৫০০ টাকা। এই বৈষম্য আর থাকতে পারে না। মানববন্ধন শেষে শিক্ষকরা শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কাছে।

 

আরও পড়ুন:

Leave a Comment