চুয়াডাঙ্গায় অনুমোদনহীন, নিম্নমানের ও নকল শিশু খাদ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
জেলা টাস্কফোর্স কমিটি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের যৌথ অভিযানে এই জরিমানা করা হয়। বুধবার দুপুরে চুয়াডাঙ্গা বড়বাজার এলাকায় পরিচালিত অভিযানে মেসার্স হীরা স্টোর ও মেসার্স পিয়াস স্টোরে এসব মালামাল পাওয়া যায়।

চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, অভিযানে মেসার্স হীরা স্টোর ও মেসার্স পিয়াস স্টোর নামের দুটি প্রতিষ্ঠানে অনুমোদনহীন, নিম্নমানের, নকল ও ভেজাল শিশুখাদ্য, বিক্রির প্রমাণ মেলে। এজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৫ ধারায় প্রতিষ্ঠানের মালিক মুক্তার আলীকে ৮০ হাজার ও পিয়াস উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারি পরিচালক আরো জানান, অভিযানে অনুমোদনহীন, নিম্নমানের নকল ভেজাল শিশু খাদ্যগুলো জনসম্মুখে জব্দ করে পুড়িয়ে নষ্ট করা হয়। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা করে।
আরও পড়ুন: