চুয়াডাঙ্গায় আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

চুয়াডাঙ্গায় আখ মাড়াই – চুয়াডাঙ্গার দর্শনা কেরু এ্যান্ড কোম্পানী চিনিকলে ডোঙ্গায় আখ ফেলে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ড.লিপিকা ভদ্র।

 

চুয়াডাঙ্গায় আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় কেরু চিনিকলের কেইন কেরিয়ার প্রাঙ্গনে কেরু এ্যান্ড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আকবর আলী শেখ, জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা, কর্পোরেশনের প্রধান প্রকৌশলী শহিদুল ইসলাম, প্রধান রসায়নবিদ আনিসুল আজম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক আসলাম হোসেন আর্ক, কেরু এ্যান্ড কোম্পানি চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহাম্মেদ সবুজ ও সাধারণ সম্পাদক হাফিজুল ইসলামসহ এলাকার আখচাষী নেতৃবৃন্দ।

চিনিকল সূত্রে জানা গেছে, বাংলাদেশ চিনি ও খাদ্য কর্পোরেশন কর্তৃক ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুমের লক্ষ্যমাত্রা অনুযায়ী ৬৫ মাড়াই দিবসে ৭০ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৪ হাজার ২০০ মেট্রিকটন। যার গড় মাড়াই হার ধরা হয়েছে ১ হাজার ১৫০ মেট্রিকটন। চিনি আহরণের গড় হার নির্ধারণ করা হয়েছে ৬ শতাংশ।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

চলতি মাড়াই মৌসুমে ৫ হাজার ১০০ একর জমিতে আখচাষ রয়েছে। এর মধ্যে কৃষকের জমিতে ৩ হাজার ৪৫৫ একর এবং কেরুর নিজস্ব জমিতে ১ হাজার ৬৪৫ একর আখ দন্ডায়মান রয়েছে। এবার আখের ফলন ভালো হওয়ায় ধারণা করা হচ্ছে আখ মাড়াইসহ চিনি উৎপাদনের লক্ষমাত্রা অর্জন করতে সম্ভবপর হবে। চলতি ২০২৪-২০২৫ আখ রোপণ মৌসুমে আনুষ্ঠানিকভাবে আখ রোপণ শুরু হয়েছে গত ১ সেপ্টেম্বর। এ বছর ৬ হাজার ৫০০ একর জমিতে আখ রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান জানান, চিনি কারখানায় লোকসান কমাতে ও লাভজনক করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইক্ষু রোপণ ও কৃষকদের সুযোগ-সুবিধার দিকে বেশি নজর দেয়া হচ্ছে। কৃষকদের আখচাষে উদ্বুদ্ধ করতে সভা-সমাবেশ অব্যাহত রাখা হচ্ছে । কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন, আখ কাটার ক্ষেত্রে দা বা হাসুয়া ব্যবহার না করে কোদালের মাধ্যমে করলে বেশী ফলন ও মুনাফা অর্জন করা সম্ভব হবে। তাই সকলে কোদালের সাহায্যে গোড়া থেকে আখ কাটালে চিনি আহরণ ভাল হবে।

 

আরও পড়ুন:

Leave a Comment