আমাদের আজকের আলোচনার বিষয় চুয়াডাঙ্গা জেলার প্রতিবেদন, চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে খুলনা বিভাগের অন্তর্গত ।
চুয়াডাঙ্গা জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-
চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ১৮৫৯ খ্রিষ্টাব্দে চুয়াডাঙ্গার দর্শনায় বাংলাদেশের প্রথম রেলপথ স্থাপিত হয়। ১৯৭১ সালের ২৬শে মার্চে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমান্ড গঠিত হয়েছিল। বাংলাদেশের প্রথম ডাকঘর চুয়াডাঙ্গা ডাকঘর চুয়াডাঙ্গায় স্থাপিত হয়। দেশের সর্ববৃহৎ চিনিকল কেরু এন্ড কোম্পানি চুয়াডাঙ্গাতে স্থাপিত হয় ১৯৩৮ সালে। চুয়াডাঙ্গা বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত ও দারিদ্র্য মুক্ত জেলা একই সাথে চুয়াডাঙ্গা বাংলাদেশের সবচেয়ে শান্তিপূর্ণ এবং সুখী জেলা।

চুয়াডাঙ্গা জেলার প্রতিবেদন:-
চুয়াডাঙ্গা জেলার শিক্ষা প্রতিবেদন
জেলার শিক্ষার সার্বিক তথ্য চিত্র
জেলার শিক্ষার সংক্ষিপ্ত বিবরণ :
চুয়াডাঙ্গা জেলার সার্বিক সমাজ ব্যবস্থা প্রতিবেশী জেলা কুষ্টিয়া ও ঝিনাইদহের চেয়ে পশ্চাদপদ। এখানে শ্রেনী বৈষম্য খুব বেশী। উচ্চবিত্ত পরিবারের ছেলে-মেয়েরা সকলেই শিক্ষা লাভ করলেও নিম্নবিত্ত পরিবারের ছেলে-মেয়েরা আর্থিক অভাবে পড়াশুনা করতে পারে না। কৃষি ও পরিবারিক কাজে পিতা-মাতাকে সাহায্য করে। মধ্যবিত্ত শ্রেনী কম থাকায় শিক্ষার ক্ষেত্রে এই পশ্চাদপদতা সৃষ্টি হয়েছে। এছাড়া এখানে আত্মহত্যা ও বাল্যবিবাহের প্রবনতাও বেশী। সে কারণে ঝরে পড়ার হারও বেশী। শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও তুলনামূলকভাবে কম।

শিক্ষার হার
|
ক্রঃ নং |
উপজেলার নাম |
শিক্ষার হার মহিলা |
শিক্ষার হার পুরুষ |
মোট |
| ১ | চুয়াডাঙ্গা সদর | ৩৬.০৬% | ৪১.২২% | ৩৮.৬৪% |
| ২ | আলমডাঙ্গা | ৫১.৫২% | ৫৭.৬৩% | ৫৪.৫৮% |
| ৩ | দামুড়হুদা | ৪০.১১% | ৪৩.৭৮% | ৪১.৯৫% |
| ৪ | জীবননগর | ৩৯.৯০% | ৪৪.৫৫% | ৪২.২৩% |
চুয়াডাঙ্গা জেলায় শিক্ষার হার = ৫২.৪% (প্রায়) তথ্য-২০০৪।
ছেলেদের শিক্ষার হার = ২৮.১%
মেয়েদের শিক্ষার হার = ২৪.৩%

শিক্ষা প্রতিবেদন
বাদেমাজু বাদল স্মৃতি একাডেমী স্বীকৃতি নবায়নের পরিদর্শন প্রতিবেদন
হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের স্বীকৃতি নবায়নের পরিদর্শন প্রতিবেদন
আরও পড়ূনঃ
১ thought on “চুয়াডাঙ্গা জেলার প্রতিবেদন”