চুয়াডাঙ্গা জেলার শিক্ষা প্রতিষ্ঠান

আমাদের আজকের আলোচনার বিষয় চুয়াডাঙ্গা জেলার শিক্ষা প্রতিষ্ঠান, চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে খুলনা বিভাগের অন্তর্গত ।

চুয়াডাঙ্গা জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ১৮৫৯ খ্রিষ্টাব্দে চুয়াডাঙ্গার দর্শনায় বাংলাদেশের প্রথম রেলপথ স্থাপিত হয়। ১৯৭১ সালের ২৬শে মার্চে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমান্ড গঠিত হয়েছিল। বাংলাদেশের প্রথম ডাকঘর চুয়াডাঙ্গা ডাকঘর চুয়াডাঙ্গায় স্থাপিত হয়। দেশের সর্ববৃহৎ চিনিকল কেরু এন্ড কোম্পানি চুয়াডাঙ্গাতে স্থাপিত হয় ১৯৩৮ সালে। চুয়াডাঙ্গা বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত ও দারিদ্র্য মুক্ত জেলা একই সাথে চুয়াডাঙ্গা বাংলাদেশের সবচেয়ে শান্তিপূর্ণ এবং সুখী জেলা।

 

চুয়াডাঙ্গা জেলার শিক্ষা প্রতিষ্ঠান

 

চুয়াডাঙ্গা জেলার শিক্ষা প্রতিষ্ঠান:-

চুয়াডাঙ্গা জেলা দেশের নিরক্ষরমুক্ত জেলা হিসেবে পরিচিত। সমগ্র জেলার শিক্ষার হার ৫৯ % এবং শহরের জনসংখ্যার ৭০% শিক্ষিত। জেলায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, ১৯টি মহাবিদ্যালয়, ১৪০টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। মাদ্রাসা রয়েছে ৩৯টি, পলিটেকনিক ইনিষ্টিটিউট রয়েছে ৫টি, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে ১টি, টিটিসি ১টি ও পিটিআই রয়েছে ১টি। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান:

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন
  • চুয়াডাঙ্গা সরকারি কলেজ (১৯৬২),
  • দর্শনা সরকারি কলেজ (১৯৬৯),
  • চুয়াডাঙ্গা পৌর কলেজ (১৯৮৩),
  • চুয়াডাঙ্গা আদর্শ মহিলা কলেজ (১৯৮৩),
  • জীবননগর কলেজ (১৯৮৪),
  • ভি. জে. (ভিক্টোরিয়া জুবিলি) সরকারি উচ্চ বিদ্যালয় (১৮৮০),
  • নাটুদা মাধ্যমিক বিদ্যালয় (১৯০৬),
  • দামুড়হুদা পাইলট হাইস্কুল (১৯১৩),
  • আলমডাঙ্গা বহুমুখী (পাইলট) মাধ্যমিক বিদ্যালয় (১৯১৪),

 

চুয়াডাঙ্গা জেলার শিক্ষা প্রতিষ্ঠান

 

  • মেমনগর বি.ডি. মাধ্যমিক বিদ্যালয় (১৯১৬),
  • কুড়লগাছি মাধ্যমিক বিদ্যালয় (১৯২৩),
  • হাটবোয়ালিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (১৯২৫),
  • কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয় (১৯২৬),
  • মুন্সিগঞ্জ একাডেমি (১৯৩৫),
  • কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় (১৯৪০),
  • ওসমানপুর প্রাগপুর মাদ্রাসা (১৯৪৯),
  • কুনিয়া-চাঁদপুর মাদ্রাসা (১৯৫৮),
  • বদরগঞ্জ আলিয়া মাদ্রাসা (১৯৬৪),
  • নিধিকুন্ডু বাড়ান্দী দাখিল মাদ্রাসা(১৯৮৬)।

আরও পড়ুনঃ

১ thought on “চুয়াডাঙ্গা জেলার শিক্ষা প্রতিষ্ঠান”

Leave a Comment