ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা চুয়াডাঙ্গায়

 ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা,চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সব্বত আলী (৮৫) নামের এক বৃদ্ধকে ছুরিকাঘাতে-হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা চুয়াডাঙ্গায়

 

ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা চুয়াডাঙ্গায়

রোববার দুপুরে উপজেলার রামনগর গ্রামের নিজ বাড়ির শোবার ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সব্বত আলী রামনগর-গ্রামের মৃত বসির উদ্দিনের ছেলে।

সকালে খাবার দিতে গিয়ে সব্বত আলীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তার পুত্রবধূ। এ সময় চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়ানাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতের গলা পা ও পেটে রক্তের চিহ্ন আছে। পুরুষাঙ্গ দিয়েও রক্ত বের হচ্ছিল। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা চুয়াডাঙ্গায়

 

আরো পড়ুন :

২ thoughts on “ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা চুয়াডাঙ্গায়”

Leave a Comment